আন্তর্জাতিক

ইজরায়েল থেকে মুক্তি পাচ্ছেন ৭৩৭ প্যালেস্তিনি বন্দি

737 Palestinian prisoners to be released from Israel

Truth Of Bengal: গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য ইজরায়েলের কারাগারে বন্দি ৭৩৭ প্যালেস্তিনির তালিকা প্রকাশ করেছে ইজরায়েলের বিচারমন্ত্রক। বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার বিকেল চারটার আগে এই বন্দীদের মুক্তি দেওয়া হবে না। যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি দেওয়ার জন্য এর আগে কারাবন্দি ৯৫ প্যালেস্তিনির একটি তালিকা প্রকাশ করেছিল ইজরায়েলে বিচার মন্ত্রণালয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজায় হামাসের হাতে থাকা ৩৩ পণবন্দির মুক্তির বিনিময়ে ইজরায়েলি কর্তৃপক্ষ বন্দিদের মুক্ত করে দেবে বলে জানা গিয়েছে। ইজরায়েলি তালিকায় কারাবন্দি খালিদা জাররারের নাম আছে। তিনি প্যালেস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। একইসঙ্গে তিনি প্যালেস্টাইনের আইন পরিষদের সদস্য। তালিকায় প্যালেস্টাইনের  সাংবাদিক বুশরা আল-তাবিলের নামও রয়েছে। পাশাপাশি প্যালেস্তিনি তিন সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর বেশ কয়েকজন সদস্যকে মুক্তি দিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে ইজরায়েল। তাঁদের অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে আসছেন বলে জানিয়েছে ইজরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইজরায়েল।

শনিবার ভোরের দিকে ইজরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে শুক্রবার ইজরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে। যে যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, তা তিন ধাপে কার্যকর করা হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের।

Related Articles