রাজ্যের খবর

আবারও বাঘের আক্রমণে মৃত্যু কুলতলির ১ মৎস্যজীবীর

Another tiger attack kills fisherman in Kultali

Truth Of Bengal: গত শুক্রবার পীরখালী জঙ্গলে কাঁকড়া ধরতে যায় কুলতলির দেউল বাড়ির দেবীপুর অঞ্চলের এক বাসিন্দা ও দুই সহকর্মী। গতকাল জঙ্গল থেকে কাঁকড়া ধরে নৌকায় ওঠার মুহূর্তে আচমকাই বাঘ অজয় সদ্দারের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর ওই বাঘটি অজয় সদ্দার নামের ওই ব্যাক্তিকে টেনে নিয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সহকর্মীদের অসীম সাহসিকতায় অজয় সদ্দারের দেহটি বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে সক্ষম হয় দুই সহকর্মী। কিন্তু শেষ রক্ষা হলনা।

এই ঘটনায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অজয়ের। এমনই জানালেন তার সহযোগী কালাচাঁদ সদ্দার। লোকালয় থেকে অনেক দূরে গভীর জঙ্গলে বাঘের সাথে লড়াই করে অজয় সদ্দারের থাকা দুই সহকর্মী অজয়ের দেহ বাঘের কাছ থেকে  ছিনিয়ে নিয়ে কোনরকমে প্রাণ হাতে নিয়ে ফিরে আসে। গভীর জঙ্গল থেকে শুক্রবার ভোর সকালে কাটামারি বাজারে নিয়ে আসে অজয় সদ্দারের। সকালে সেই খবর পায় পরিবারের লোকজন। এই ঘটনা জানাজানি হতেই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Related Articles