রাজ্যের খবর

শিলিগুড়িতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত চিতাবাঘ, চাঞ্চল্য এলাকায়

Leopard seriously injured after being hit by car in Siliguri, panic in area

Truth Of Bengal: শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতম জখম হয় একটি চিতাবাঘ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা প্রথমে রাস্তার পাশে জখম অবস্থায় একটি চিতা বাঘ দেখতে পান। এরপর তারাই তড়িঘড়ি বনদফতরকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা।

এদিকে চিতা বাঘটি রাস্তা থেকে সরে পাশের একটি চা বাগানে ঢুকে যায়। তবে চেষ্টা চালানোর পর জখম চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা। অপরদিকে দিকে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে বনদফতর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রায়ই ওই এলাকায় চিতা বাঘ দেখা যায়। অবিলম্বে ওই এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো দরকার। তাহলে কিছুটা হলেও একদিকে সাধারণ মানুষের সুবিধা হবে এবং অন্যদিকে বন্যপ্রাণী দুর্ঘটনাও কম ঘটবে। বনদফতর সূত্রে খবর, বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles