রাজ্যের খবর

ফের অনুপ্রবেশ, নদীয়ার ধানতলা থেকে গ্রেফতার ২ বাংলাদেশি

Infiltration again, 2 Bangladeshis arrested from Dhantola, Nadia

Truth Of Bengal: সীমান্তের কাঁটাতার পেরিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো নদীয়ার ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর, আরংঘাটা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় আরংঘাটা এলাকায় আত্মগোপন করে আছে কিছু বাংলাদেশি নাগরিক।

আর এরপরই পুলিসি অভিযান চালিয়ে এক মহিলা ও একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করে ধানতলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রিপা শেখ নামের মহিলা বাংলাদেশের ঝিনাইদহ ও কৃষ্ণ হালদার নামের যুবক বাংলাদেশের মাদারীপুর এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, দালাল মারফত তারা ভারতে প্রবেশ করেছিল। এরপর গ্রেফতার করা হয় ওই ভারতীয় দালালকে। ব্ৃহস্পতিবার অভিযুক্তকেই রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles