সুখবর! অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Good news! The Union Cabinet has approved the formation of the Eighth Pay Commission

Truth Of Bengal: কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ৮ম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের ভাতার পুনর্নির্ধারণ করবে।
#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, “Prime Minister has approved the 8th Central Pay Commission for all employees of Central Government…” pic.twitter.com/lrVUD25hFu
— ANI (@ANI) January 16, 2025
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য ৮ম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন। কমিশনের চেয়ারম্যান ও দুই সদস্য শীঘ্রই নিয়োগ করা হবে।” বর্তমানে দেশে প্রায় ৪৯ লাখ কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগী রয়েছেন।
মন্ত্রী আরও জানান, নতুন বেতন কমিশন ২০২৫ সালে গঠন করা হবে, যাতে এর সুপারিশগুলো ৭ম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পাওয়া যায়। ৭ম বেতন কমিশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তিনি বলেন, বেতন কমিশন গঠনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শ করা হবে।
উল্লেখ্য, ১৯৪৭ সাল থেকে সরকার মোট সাতটি বেতন কমিশন গঠন করেছে। বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ রাজ্য-সরকার পরিচালিত সংস্থা এই সুপারিশগুলো অনুসরণ করে। ৭ম বেতন কমিশন ২০১৪ সালে গঠন করা হয়েছিল এবং এর সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর করা হয়।