রাজ্যের খবর
বীরভূমে বালির ঘাটগুলিতে হানা জেলা পুলিশ প্রশাসনের
District Police Administration raids sand ghats in Birbhum

Truth Of Bengal: বীরভূমের ময়ূরাক্ষী নদীর চর বরাবর সিউড়ী ,মহম্মদবাজার ,সাঁইথিয়া এলাকায় বালি ঘাটগুলিতে অভিযান বীরভূমের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের। কোথাও সরকারি চালান ছাড়া বালি ওঠাচ্ছে কিনা তা দেখতেই এই অভিযান বালি ঘাট গুলিতে। বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে এই অভিযানে যাদের কাছে বালির কোনো বৈধ চালান ছিলনা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বৈঠকে করা বার্তা দিয়েছিলেন বালি পাচার রক্ষার জন্য বীরভূম জেলা প্রশাসনকে বারবার অভিযোগ যাচ্ছিল বীরভূমে প্রশাসনের নজর এড়িয়ে বালি পাচার হচ্ছে সেই নির্দেশকে পালন করতে বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন হঠাৎ সেই সকল বীরভূম জেলার বালুরঘাট গুলিতে হানা দেয় এবং বেশ কয়েকটি ট্রাক্টরকে আটক করেছেন বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ।