কলকাতা

রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রায়দান উচিত নয়, অভিজিৎকে নিশানা আইনজীবী দুষ্মন্তের

Judgement should not be based on political ideology, says lawyer Dushmanta, targeting Abhijit

Truth Of Bengal: সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতির মামলায় কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে। মঙ্গলবার শুনানিতে দাভে বলেন, “বিচারপতির রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু সেটার ভিত্তিতে রায় দেওয়া উচিত নয়।”

দাভের অভিযোগ, এসএসসিতে দুর্নীতি হয়েছিল, কিন্তু তার সঠিক তদন্ত হয়নি। তিনি বলেন, “দুর্নীতি কীভাবে ঘটেছে এবং কারা যুক্ত ছিল, তা নিয়ে সঠিক মূল্যায়ন হয়নি। শুধু ক্যাজুয়াল তদন্ত হয়েছে। যোগ্য-অযোগ্য প্রার্থীদের নিয়ে এত বিতর্ক হতো না, যদি সঠিক তদন্ত হতো।”

চাকরিচ্যুতদের অন্য এক আইনজীবী মুকুল রোহাতগী হাই কোর্টের রায় নিয়ে আরও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “মূল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যেগুলো উদ্ধার হয়েছিল, তা ফরেন্সিকে পাঠানো হলেও রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা করা হয়।”

শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মন্তব্য করেন, “যদি যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হয়, তাহলে ঠিক আছে। তা না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে।”

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় গত বছর কলকাতা হাই কোর্ট ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ও চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদন করে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তখনই হাই কোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

Related Articles