অফবিট

কেন মকর সংক্রান্তিকে পবিত্র দিন হিসাবে ধরা হয়? জানেন কি এদিনের তাৎপর্য?

Why is Makar Sankranti considered a holy day? Do you know the significance of this day?

Truth Of Bengal: মকর সংক্রান্তি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। যা সূর্যের মকর রাশিতে প্রবেশ এবং ফসল কাটার ঋতুর সূচনার প্রতীক। মকর সংক্রান্তিকে নতুন শুরুর প্রতীক এবং আশার বার্তা বহনকারী বলে মনে করা হয়। এই উৎসবের মাধ্যমে শীতকালীন ঋতুর অবসান এবং কৃষি চক্রের নতুন সূচনা ঘটে। মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি নতুন জীবনের সূচনা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। মকর সংক্রান্তি উপলক্ষে বাংলায় হয় আউনি বাউনি উৎসব। পাকা আমন ধান কৃষকরা মাঠ থেকে প্রথম ঘরে তোলেন। সে জন্য প্রতীক হিসাবে এদিন ধানের শীষ, সর্ষে ফুলো, আমপাতা, গাঁদাফুল, মুলো ফুল মিলে বিনুনি করে ঘরে এনে আচার অনুষ্ঠান করা হয়। পিঠেপুলি মালক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদনের পর নিজেরা পিঠেপুলি খেয়ে সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা বা রাতে বাউনি বাঁধা হয় দরজায়, রাখা হয় রান্নাঘর ও টাকা পয়সা রাখার জায়গায়। ধনদেবী মালক্ষ্মীর আরাধনা করা হয় এভাবেই। ছড়া কাটা হয়—“আউনি বাউনি/তিন দিন পিঠে পুলি খেয়ো/কোথাও না যেও।’

মকর সংক্রান্তি উৎসবটি দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন নামে এবং রীতিতে উদযাপিত হয়। উত্তর ভারতে লোহড়ি, দক্ষিণ ভারতে পোঙ্গল, গুজরাত ও রাজস্থানে রঙিন ঘুড়ি উড়িয়ে, এবং পূর্ব ভারতে গঙ্গাসাগর মেলা, পিঠেপুলি উৎসব এসময়ের গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠান। পঞ্জাব ও অসমে এই উৎসবের নাম যথাক্রমে লোহরি ও মাঘ বিহু বা ভোগালি বিহু। তামিলনাড়ুতে এর নাম পোঙ্গল।

এদিন থেকে দিন বড়ো হতে শুরু করে এবং ছয় মাসব্যাপী উত্তরায়ণ পর্ব শুরু হয়। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন এবং দান-পুণ্য করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয় এবং মোক্ষলাভ হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, মকর সংক্রান্তি ২০২৫-এ মহা পুণ্যকালের শুরু হবে ১৪ জানুয়ারি, সকাল ৯টা ০৩ মিনিটে এবং শেষ হবে সকাল ১০টা ৪৮ মিনিটে। পুণ্যকাল চলবে সকাল ৯টা ০৩ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিট পর্যন্ত।

পুরাণ মতে মকর সংক্রান্তির তাৎপর্য কী

পুরাণ মতে মনে করা হয়, মকর সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশির অধিপতি দেবতা নিজের পুত্র শনিদেবের বাড়িতে আসেন। তাই এদিনটিকে পিতা-পুত্রের সম্পর্কের প্রতীক হিসাবে ধরা হয়। অন্য মত অনুযায়ী, ভগবান বিষ্ণু অসুরদের হত্যা করে মান্দার পাহাড়ের নীচে পুঁতে দেন। তাই এই উৎসবকে অশুভ শক্তির বিনাশ করে বাঁচার উপযোগী দিশা দেখানোর দিন হিসাবে ধরা হয়। আবার মনে করা হয়, এদিন ভগিরথ কপিলমুনির আশ্রমে তাঁর পূর্বপুরুষ তথা সগর রাজার ৬০ হাজার ছেলেকে জীবিত করে দেওয়ার জন্য পুজোপ্রার্থনা করেছিলেন। মকর সংক্রান্তির দিনই মহাভারতে পিতামহ ভীষ্মের মৃত্যু হয়। মনে করা হয়, এদিন কারোর মৃত্যু হলে মোক্ষ লাভ ঘটে।

Related Articles