ভেঙে পড়লো নির্মীয়মাণ রেলস্টেশনের একাংশ, আটকে বহু শ্রমিক
A part of the railway station under construction collapsed, many workers were trapped

Truth Of Bengal : উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। ভেঙে পড়ল রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদের চাঁই। আটকে পড়েছেন বহু শ্রমিক। উদ্ধারকাজ জারি রেখেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। এখনও পর্যন্ত ২৩ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংস্তূপের নিচে আটকে বহু শ্রমিক।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। আচমকাই ভেঙে পড়ে রেলস্টেশনের একটি নির্মীয়মাণ অংশ। কর্মরত শ্রমিকরা আটকে পড়ে ধ্বংস্তূপের নিচে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ কর্তারাও। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। কয়েকজনের চোট গুরুতর বলেও খবর প্রশাসন সূত্রে। এই ঘটনায় উদ্বেগ কপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।