আন্তর্জাতিক

নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ? কী জানাল সিইসি?

Will Awami League be able to participate in the elections? What did the CEC say?

Truth Of Bengal: বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সেই নির্বাচনে নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দল অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই তিনি জানান, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন। সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।” পাশাপাশি তিনি আরও বলেন, ”আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় এলে দেখা যাবে। সেজন্য কাজ করছে ইসি।”

প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। অপরদিকে, এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। সব মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি যে জোরকদমে নেওয়া হচ্ছে তা বলাই বাহুল্য।

Related Articles