মুম্বই ম্যাচে চোটই ডার্বি থেকে ছিটকে দিল আনোয়ারকে
Anwar was knocked out of the derby by injury in the Mumbai match

Truth Of Bengal : ডার্বির আগেই লাল-হলুদ সমর্থকদের জন্য দুঃখের খবর। কেননা মুম্বই ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, ইস্টবেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলি। তারপর থেকেই ডার্বিতে তাঁকে পাওয়া যাবে কি না সেই বিষয় ঘিরে জল্পনা বাড়তে থাকে। অবশেষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে সূত্র মারফত জানা গিয়েছে জাতীয় দলের এই ডিফেন্ডার ডার্বি ম্যাচ খেলতে পারবেন না।
প্রসঙ্গত, গত মুম্বই ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল আনোয়ারকে। তারপর থেকে আর অনুশীলনেই নামতে পারেননি তিনি। ক্লাব সূত্রে খবর, আনোয়ারের চোটের জায়গায় ফোলা এখনও কমেনি। কাজেই আনোয়ারকে ডার্বিতে মাঠে নামিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজো।
এদিকে শনিবারই দলের সঙ্গে গুয়াহাটিতে যোগ দেওয়ার কথা রয়েছে লাল-হলুদের নবাগত বিদেশি রিচার্ডের। তবে কোচ অস্কার তাঁকে ডার্বি ম্যাচে মাঠে নামাবেন কি না তা পুরোটাই নির্ভর করবে তাঁর ওপর। কেননা এঁকে তো জেটল্যাগ থাকবে, তার ওপর আবার রিচার্ড কিরকম ছন্দে রয়েছেন তাও দেখা বিশেষ জরুরি অস্কারের। কাজেই আচমকাই একজনকে নামিয়ে দিয়ে হাইভোল্টেজ এই ম্যাচে বাড়তি ঝুঁকি অস্কার নেবেন না বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।