দেশ

দিল্লির বাতাসের গুণগতমান ‘ভয়ানক’, ব্যাহত রেল ও বিমান পরিষেবা

Delhi's air quality 'terrible', rail and air services disrupted

Truth Of Bengal: কেটেছে এক সপ্তাহ। এখনো ঘন কুয়াশায় ঢাকা রাজধানীর আকাশ। শূন্যে পৌঁছেছে দৃশ্যমান্যতা। ব্যাহত রেল ও বিমান পরিষেবা। প্রবল শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। ধোঁয়াশা তৈরি হয়েছে দিল্লির আশেপাশের বহু এলাকা। শুক্রবারই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমান্যতা নেমে গিয়েছে শূন্যে। এদিন সকালে বিলম্ব হয়েছে প্রায় ২৯২ টি বিমান ওঠানামার ক্ষেত্রে।

এমনকি ছয়টি বিমান পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও ঘন কুয়াশার কারণে 12 টি বিমানের গতিপথ বদল করা হয়েছে। এক কথায় বলতে গেলে আবহাওয়ার এই পরিস্থিতিতে ব্যাহত হয়েছে বিমান চলাচল। স্বাভাবিকভাবে যাত্রীর ভোগান্তি চরমে পৌঁছচ্ছে। তবে শুধুমাত্র বিমানে নয় একইসঙ্গে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। সেখানেও যাত্রীদের চরম দুর্ভোগ লক্ষ্য করা যাচ্ছে। দিন কয়েক আগেই দিল্লির বাতাসে গুণগতমান পৌঁছেছিল ভয়ানক পর্যায়ে।

এরপরই প্রশাসনের তরফ থেকে লাঘু করা হয়েছিল জিআরএপি-৩। যার জেরে অনলাইনে পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়। এছাড়াও একাধিক পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিয়ন্ত্রণ করা হয়েছিল দূষণ রোধ করতে। এমনকি বন্ধ ছিল নির্মাণ কাজও। তারপরও বিশেষভাবে পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। শুক্রবারও বাতাসের গুণগত মান রয়েছে ৪০৯-এ। যা মারাত্মক বলে ধরা যায়। কেবলমাত্র দিল্লিই নয়, সমগ্র উত্তর ভারত জুড়ে এই একই পরিস্থিতি লক্ষণীয়। এমনকি গোটা উত্তর ভারত জুড়েই হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে এই শীতের দাপট চলবে বলে।। দিল্লি আমৃৎসার গুয়াহাটি লখনৌ এবং বেঙ্গালুরুতে মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। মৌসম ভবনের আরো পূর্বাভাস লাদাখ এবং হিমাচল প্রদেশের একাংশে বৃষ্টি সহ তুষারপাত হতে পারে।

Related Articles