কলকাতা

সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন জোকায়

Cylinder bursts, causing devastating fire

Truth Of Bengal: আবারও ঘরহারা সাধারণ মানুষ। এই নিয়ে তৃতীয়বার আগুনের সাক্ষী হল শহর কলকাতা। এমনই ঘটনা ঘটেছে, জোকার ঝুপড়িতে। আরও জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ডহারবার রোডে পাশের ঝুপড়িতে বিধ্বংসী এই আগুনটি লাগে।

সূত্রের খবর, মূলত সিলিন্ডার ফেটেই এই বিধ্বংসী আগুনটি ওই ঝুপড়িতে লাগে। এরপরই দাউদাউ করে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখা যায়। মনে করা হচ্ছে ওই এলাকায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকার কারণেই এই ঘটনাটি ঘটে।

 

এরপর এই ঘটনা এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। জোকা খালপোল অটো স্ট্যান্ডের কাছে ঝুপড়িতে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সাথে অটো ইউনিয়নের অফিসেও পুড়ে যায় ওই আগুনে। আরও জানা যায়, স্থানীয় অটো চালকরা আগুন দেখতে পেয়ে দমকল ও ঠাকুরপুকুর থানায় খবর দেয়। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

Related Articles