১৮তম প্রবাসী ভারতীয় সম্মেলন শুরু ভুবনেশ্বরে
18th Overseas Indian Conference begins in Bhubaneswar

Truth Of Bengal: বুধবার ওড়িশার ভুবনেশ্বরে ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে ভারত ও বিদেশের পাঁচ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন। যুব প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। শুক্রবার সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি মুর্মু বিদেশী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদেরও সম্মানিত করবেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন। প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের প্রধান অতিথি ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কাঙ্গালু। সম্মেলনে তিনি ভাষণ দেবেন। এই সম্মেলনের থিম ‘বিকাশিত ভারতে বিদেশী ভারতীয়দের অবদান’।
ওড়িশার মুখ্য সচিব মনোজ আহুজা বলেছেন, ওড়িশা সরকার ৫০টি দেশের অনাবাসী ভারতীয়দের কাছে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শনে কোনও ফাঁক রাখছে না। তিনি বলেন, ‘সম্মেলনের প্রতিটি প্রতিনিধি ওড়িশা পর্যটনের দূতের ভূমিকা পালন করবেন এবং আমরা আশা করি রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করবে।’