দিনমজুর ইন্দ্রজিতের ‘জিনিয়াস’ পদক্ষেপ! সরকারি চাকির পাচ্ছেন যুবক-যুবতীরা
Daily wage laborer Indrajit's 'genius' move! Young men and women are getting government jobs

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার হাসিমারার যুবক ইন্দ্রজিৎ শাহ ২০২৩ সালে স্থানীয় তিন যুবককে নিয়ে চালু করেছিলেন জিনিয়াস কম্পপেটিটিভ নামে প্রতিষ্ঠান। হাসিমারা এলাকায় সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে জিনিয়াস কম্পিটিটিভ নামে প্রতিষ্ঠান খুলেছিলেন তাঁরা, আর এক বছররে এই প্রতিষ্ঠান থেকে সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন হাসিমারার এলাকার ৫ যুবক-যুবতী। সোমবার প্রতিষ্ঠানের তরফ থেকে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। ইন্দ্রজিৎ সারাদিন দিন মজুরির কাজ করেন। কাজের ফাঁকে সময় বের করে প্রতিষ্ঠানটি চালান তিনি ।
এই প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের স্টাফ সিলেকশন কমিশন ও সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন দুই জন। একজনের নাম তারান খাতুন। তিনি সিআইএসএফ পদে যোগ দিতে যাচ্ছেন। আর অন্য জনের নাম মোহন শাহ। তিনি সিআরপিএফ পদে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এ বিষয়ে জিনিয়াস কম্পপেটিটিভ প্রতিষ্ঠানের ইন্দ্রজিৎ শাহ বলেন, ‘আমি ২০২৩ সালে হাসিমারা এলাকার তিন জন যুবককে নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করি। আজ ৫০-এর বেশি যুবক-যুবতী এখানে পড়াশোনা করে। আমি নিজেও বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমি প্রথমে যে তিনজন যুবকে নিয়ে এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম তাঁরা সফল হয়ে দেশের জন্য সেবা দিচ্ছে। আজ আবার দুইজন ছাত্র সফল হয়ে দেশের জন্য সেবা দিতে যাচ্ছে। আমাদের ডুয়ার্সে প্রতিভার কোনও অভাব নেই। প্ল্যাটফর্ম সঠিক থাকলে সবাই সফল হবে।’