ভাইরাস! আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র : মুখ্যমন্ত্রী
cm mamata banerjee says nothing to be worried about hmp virus

Truth Of Bengal: এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাওয়ার কোনও কারণ নেই জানিয়ে তাঁর বক্তব্য, এই আতঙ্ক ছড়ানোর পেছনে ষড়যন্ত্র আছে। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।’ এখন এই ভাইরাসকে নিয়ে যে ভাবে চর্চা চলছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে। ডুমুরজলায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এত চিন্তা করার কিছু নেই। আমরা এতক্ষণ পর্যন্ত যা জেনেছি, এটা মারাত্মক কিছু নয়। সুতরাং, এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিছু প্রাইভেট চক্র আছে। যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে।’ সেই সঙ্গে সংবাদ মাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না আতঙ্ক ছড়িয়ে যাতে ওরা এই সুযোগটা পায়।’
তিনি আর বলেন, ‘আমি স্বাস্থ্য সাথী করেছি জনগণের সারা বছর তার পরিবারের খরচ করার জন্য। একটা জ্বরে দুই লাখ-তিনি লাখ টাকা নিয়ে নেবে যার প্রয়োজন নেই, সেটা তো ঠিক নয়।
সোমবারও রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে।’ মঙ্গলবারও মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্য সচিব আজ মিটিং করেছেন। ওখানে (গঙ্গাসাগর) থাকাকালীন গতকাল মিটিং করেছেন আজকেও মিটিং করেছেন।’