কলকাতারাজ্যের খবর

পাসপোর্ট জালিয়াতির জাল জেলায় -জেলায়, এবার সিঙ্গুর থেকে গ্রেফতার দুই

Forgery of passports in the district - in the district, this time two arrested from Singur

Truth Of Bengal: আধার-কার্ড থেকে পাসপোর্ট তৈরির সবটাই দেখে কেন্দ্রীয় সরকার। সেখানে কেন্দ্রীয় নজরদারির ফাঁক দিয়ে কিভাবে এই পাসপোর্ট জালিয়াতি হচ্ছে, তাই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়ে চলেছে। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও বিজেপি নেতৃত্ব তা মানতে নারাজ। বলা যায়, পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে রোজগারের কারবার ফাঁদছে এক শ্রেণির জালিয়াতরা। সেই জালিয়াতির জাল রাজ্যের নানা জেলায় ছড়িয়ে রয়েছে।

কলকাতার মতোই পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় স্বরূপ রায়কে। আর সেই স্বরূপ রায়ের দেওয়া তথ্য মোতাবেক হুগলির সিঙ্গুর থেকে ধরা হয়েছে দুই সন্দেহভাজনকে। অভিযুক্ত অনির্বাণ সামন্তও গণেশ চক্রবর্তী পাসপোর্টের জন্য শংসাপত্র তৈরি করে দিত বলে জানতে পারে গোয়েন্দারা। সেইমতো শনিবার রাতে হুগলির সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয় অনির্বাণ সামন্ত ও গণেশ  চক্রবর্তীকে। এর আগে প্রাক্তন এসআই আব্দুল হাই-নামে এক ব্যক্তিকে ধরে পুলিশ। বারাসতের কাজিপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাসকে জেরা করেই আব্দুল হাইকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা। এই পাসপোর্ট জালিয়াতির মতো গুরুতর অভিযোগে ১১জনের কাছে সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। গোয়েন্দা তথ্য অনুসারে ৭০জন এই জালিয়াতি চক্রের পাসপোর্ট নিয়ে বিদেশে গেছেন। তাই পাসপোর্টের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

যেখানে পাসপোর্টের অনুমোদন করে  কেন্দ্রীয় সরকার,সেখানে কেন গাফিলতি ? দেশের স্বার্থের সঙ্গে জড়িত বিষয় নিয়ে কি করে ঘুঘুর বাঁসা বাধছে ? তৃণমূলের বাউন্সারের মুখে কেন্দ্রের বিজেপি সরকারের মাথারা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য ব্যাট ধরলেন, কেন্দ্রের পক্ষে। তাঁর সাফাই, আধারকার্ড এই রাজ্যে দিব্যি প্রশাসনিক প্রশয়ে তৈরি হচ্ছে।

সীমান্তের নজরদারিতে রয়েছে বিএসএফ, আর আধারকার্ড, পাসপোর্টের অনুমোদন দেয় কেন্দ্র, এরপরেও কীকরে রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে,সরব তৃণমূল নেতৃত্ব।

সবমিলিয়ে জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি সব ঘটনা নিয়েই কেন্দ্রের শাসক বনাম রাজ্যের শাসকদের দ্বৈরথ জমে উঠেছে।

Related Articles