উত্তর সিকিমের লাচুং-এ সেতু ভেঙে বিপত্তি, যাতায়াতের জন্য ব্যবহৃত বিকল্প ফুট ব্রীজ
Bridge collapses in North Sikkim's Lachung, causing disruption, alternative foot bridge used for commuting

Truth Of Bengal: সেতু ভেঙে বিপত্তিতে উত্তর সিকিম। শনিবার লাচুংয়ে ঘটে এই দুর্ঘটনা। জানা যাচ্ছে, উত্তর সিকিমের লাচুং-এর ফাকহা এবং সারচক এলাকার মধ্যবর্তী সংযোগকারী নদীর উপর উপস্থিত এই সেতুটি। আচমকা যখন সেতুটি ভেঙে পড়ে, সেই সময় সেতুর উপর ছিল একটি ছোট গাড়ি। নদীতে জল অল্প থাকার কারণে প্রাণে রক্ষা পেয়ে যান ওই গাড়িতে উপস্থিত সকলে।
দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই বলে জানা যাচ্ছে। আপাতত সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেই খবর। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত ওই সেতু দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না বলেই জানানো হয়েছে প্রাশাসনের তরফে। তবে খোলা রয়েছে মঙ্গল থেকে ইয়াংথাং ও জিরো পয়েন্টে পৌঁছনোর রাস্তাটি।
সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, লাচুং-এ পৌঁছনোর জন্য রয়েছে আরও একটি সেতু। বর্তমানে হেঁটে যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে অপর একটি ফুট ব্রীজ। যে ফুটব্রীজ দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যাবে দুই গ্রামে।
প্রশাসনের প্রাথমিক অনুমান, উত্তর সিকিম যেময় লোনাক হ্রদ বিপর্যয় ঘটেছিল, সেইসময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনই দুর্বল হয়ে পড়তে পারে সেতুটি। পরে লাগার বৃষ্টি চলেছে সেখানে। যার জেরে দুর্বল সেতুটির অবস্থা হয় আরও বেহাল। এবার ভেঙে পড়ল সেই সেতু।