ছিল আরও বড়সড় হামলার ছক! নিউ অরলিন্সে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য
There was a bigger attack table! Sensational information about the explosion in New Orleans!

Truth Of Bengal: ২০২৫-এর জানুয়ারিতেই ফের মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে একের পর এক ঘটনায় রক্তাক্ত আমেরিকা। নতুন বছর পড়তে না পড়তেই নিউ অর্লিন্সে হামলার ঘটনায় সামনে এল নতুন তথ্য। বর্ষবরণের রাতে শহরে বড় বিস্ফোরণের ছক কষেছিল ওই দুষ্কৃতী। বরফের কুলারের মধ্যে অন্তত দুটি বোমা রেখেছিল ঘাতক। রিমোট ছিল গাড়িতেই। তবে, শেষ পর্যন্ত তা সফল হয়নি।
গতকালই নিউ অরলিন্সে নিউ ইয়ার সেলিব্রেশনের ভিড়ে হঠাৎই ট্রাক নিয়ে হামলা চালায় এক যুবক। পিষে যায় বহু মানুষ। এরপর ট্রাকের ভিতর থেকেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে যুবক। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে মৃত্যু হয় দুষ্কৃতীর। উদ্ধার করা হয়েছে গাড়ি। পাশাপাশি, তার গাড়ি থেকে জঙ্গি সংগঠন আইএস-এর পতাকাও পেয়েছে পুলিশ। ঘাতক ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা বলে জানা গেছে। গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং একাধিক বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করছে এফবিআই।
জানা গিয়েছে, হামলার বড় ছক কষেছিল সে। দু জায়গায় দুটি বরফ কুলারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক পদার্থ। গাড়িতে রিমোট নিয়ে ঘুরছিল ওই যুবক। দু জায়গায় দু’টি বরফের কুলারের মধ্যে আগে থেকে রাখা ছিল বিস্ফোরক পদার্থ। রিমোটের মাধ্যমে সেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার।
মার্কিন গোয়েন্দাদের অনুমান, একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এই ঘটনায়। তবে এখনও পর্যন্ত প্রমাণ হাতে পাননি তারা।