দেশ

ইউপিএ-র তুলনায় ৫ গুণ বেশি নতুন চাকরি সৃষ্টি করেছে মোদি সরকার: মনসুখ মাণ্ডভিয়া

Modi government has created 5 times more new jobs than UPA: Mansukh Mandaviya

Truth Of Bengal: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া সম্প্রতি জানিয়েছেন যে, গত এক দশকে ভারতের কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর ডেটার উপর ভিত্তি করে তিনি বলেছেন, বর্তমান সরকার ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি চাকরি তৈরি করেছে।

মনসুখ মাণ্ডভিয়া এক বিশেষ আলোচনায় জানান, “আরবিআই-এর তথ্য অনুযায়ী, ইউপিএ সরকারের ১০ বছরের মেয়াদে (২০০৪-২০১৪) ২.৯ কোটি নতুন চাকরি তৈরি হয়েছিল। তবে ২০২৪ সালে, মাত্র এক বছরেই ৪.৯ কোটি চাকরি তৈরি হয়েছে। আমি আরবিআই-এর তথ্য উদ্ধৃত করছি।”

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ইউপিএ সরকার মোট ২.৯ কোটি নতুন চাকরি সৃষ্টি করেছিল। কিন্তু ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে মোদি সরকারের অধীনে ১৭.১৯ কোটি নতুন চাকরি তৈরি হয়েছে। বিশেষত, ২০২৩-২৪ অর্থবছরে একাই ৪.৬ কোটি চাকরি সৃষ্টি হয়েছে, যা কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

এই তথ্য কর্মসংস্থানের উন্নয়নে সরকারের প্রচেষ্টার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন মাণ্ডভিয়া। সরকারের এই সাফল্য ভবিষ্যতে আরও কর্মসংস্থান তৈরির পথে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related Articles