কলকাতা

কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট ঘিরে ধোঁয়াশা!

Mystery Surrounds Sujaykrishna Vadra's Medical Report

Truth of Bengal: সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর শারীরির অবস্থা নিয়ে ক্রমশই বাড়ছে ধোঁয়াশা। নিউ আলিপুরের যেই সরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় সেখান থেকে মেডিক্যাল রিপোর্টের পরিপেক্ষিতে জানানো হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের হৃদরোগ সংক্রান্ত কোনও সমস্যায় নেই। এই মুহূর্তে হৃদরোগ সংক্রান্ত কোনও চিকিৎসারও প্রয়োজন নেই। অপরদিকে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, তার পেসমেকারে সমস্যা রয়েছে। এইসব মিলিয়ে ক্রমশ বাড়ছে রহস্য।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের দিন আদালতে যাওয়ার পথেই জ্ঞান শূন্য হয়ে যান সুজয়কৃষ্ণ। সেই সময় তাঁকে এসএসকেএম ও  রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে আইসিইউতে পরে সিসিইউতে তাঁকে স্থান্তরিত করা হয়। আবার গতকাল, বুধবার রাতে তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে আদালতে সুজয়কৃষ্ণ হাজির না থাকায় চার্জগঠন ৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিক্যাল রিপোর্ট জমা পড়ে এবং এই তথ্য হাসপাতালের সুপার, প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফে সুনিশ্চিত করার জন্য পাঠানো হয়। জানা যায় ওই রিপোর্টে লেখা হয়েছে, ‘কালীঘাটের কাকু’কে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়।

কিন্তু নানান  পরীক্ষা-নিরীক্ষা করেও  হৃদপিণ্ড সংক্রান্ত কোনও সমস্যাই  সেই মুহূর্তে পাওয়া যায়নি। এমনকি হৃদরোগ সংক্রান্ত কোনও চিকিৎসারও এই মুহূর্তে প্রয়োজন নেই। এর ফলে অন্য কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে  অন্য একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।

Related Articles