নিউইয়র্কের পানশালায় বন্দুকধারী হামলা, ঘটনায় গুরুতর জখম ১২ জন
Gunman attack in New York bar, 12 people seriously injured in the incident

Truth Of Bengal : খবরের শিরোনামে নিউইয়র্ক। নতুন বছর আসতে না আসতেই আমেরিকার নিউ অরলিন্স শহরে এক জনপ্রিয় বরবন ট্রিটে একটি গাড়ি এসে চাপা দেয় একাধিক মানুষকে আর তারপরেই সেই গাড়ি থেকে চালক বেরিয়ে একের পর এক গুলি ছুঁড়তে শুরু করে। আগে পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ১২ যা এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। অন্যদিকে আহত হয়েছে ৩০ জন । মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার বেশ কাটতে না কাটতে ফের ২৪ ঘন্টার মধ্যে নিউইয়র্কের এক পানশালায় চলল বন্দুকধারী হামলা । এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। আর এই গুলি ছেড়ে গুরুতরভাবে জখম হয়েছেন ১১ জন ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
বছরের শুরুতেই একের পর এক জঙ্গি হানার ঘটনা ঘটে চলেছে আমেরিকায়। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে কারা জড়িয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের একাধিক ইউনিট। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘটনার সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাস্তার সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখে এই ঘটনার পিছনে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য বছরের প্রথম দিনেই আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি ট্রাক সজোরে ছুটে এসে পিষে দেয় একাধিক মানুষকে শুধু তাই নয় গাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালক একের পর এক গুলি ছুড়তে সুর করে যার যার এ নিহত হয়েছে প্রায় ১৫ জন এবং আহত হয়েছে ৩০ জন সেই সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। এই সমস্ত হামলার ঘটনা পরপর হওয়ার কারণে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।