প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তুলকালাম! ভাঙড়ে আরাবুলের ওপর হামলা
Bhangarh erupts in communal conflict, police resort to lathicharge

Truth Of Bengal: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উওপ্ত ভাঙড়, উত্তেজনা তুঙ্গে। আরাবুল ঘনিষ্ঠদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের অভিযুক্ত শওকাত ঘনিষ্ঠদেরা। অশান্তির আঁচ পেয়ে আগাম সতর্ক আরাবুল। দলীয় পতাকা তুলে এলাকা ছাড়েন আরাবুল। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে শওকত মোল্লার গোষ্ঠী।
গোষ্ঠীদ্বন্দ্বে উওপ্ত ভাঙড়, লাঠিচার্জ পুলিশের pic.twitter.com/7Vc7ayAJH3
— TOB DIGITAL (@DigitalTob) January 1, 2025
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। এদিন আরাবুলের দলীয় পতাকা উত্তোলন ঘিরে ধুন্ধুমার। আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আরাবুল অনুগামীদের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ।
১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্তে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে দল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার ওয়াড়ি এলাকায়ও এমন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আরাবুল ইসলামও হাজির হয়েছিলেন। অভিযোগ উঠেছে, সে সময় তাঁর উপর হামলা চলে। তাঁর গাড়িতেও ব্য়াপক ভাঙচুর হয়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় পুলিশ বাহিনী ও ব়্যাফ। কিন্তু তার পরেও চলে অশান্তি। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও র্যাপ। বেশ কিছুক্ষন পরিস্থিতি স্বাভাবিক হয়। কীন্তু এই ঘটনার জেরে এখনও উতপ্ত রয়েছে এলাকা। তবে এ বিষয়ে শওকত মোল্লা দাবি করেছেন, এই ঘটনায় তাঁর বা তাঁর অনুগামীদের কোনও হাত নেই। এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন।