বর্ষবরণ উপলক্ষে বিশেষ নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
Delhi Metro Rail Corporation issues special guidelines on New Year's Eve

Truth of Bengal: নতুন বছরের আগমনী উৎসবের প্রস্তুতিতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) রাজীব চৌক মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে রাত ৯টা থেকে রাজীব চৌক স্টেশন থেকে যাত্রীদের বাইরে যাওয়ার সুবিধা বন্ধ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
NEW YEAR EVE UPDATE
As advised by the police authorities, to ensure public safety and manage crowds on New Year’s Eve (31st December 2024), EXIT from Rajiv Chowk Metro Station will NOT be allowed from 9:00 PM onwards. However, entry of passengers will be allowed until the…
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) December 30, 2024
তবে, শেষ ট্রেন চলার আগে পর্যন্ত যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি থাকবে। পাশাপাশি, রাত ৮টা থেকে ডিএমআরসি মোবাইল অ্যাপের মাধ্যমে রাজীব চৌক গন্তব্যের জন্য কিউআর টিকিট ইস্যু বন্ধ থাকবে।
দিল্লি মেট্রোর অন্যান্য রুটে পরিষেবা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, আগেই তাদের ভ্রমণ পরিকল্পনা করে নিতে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে, যাতে কোনো অসুবিধা না হয়।