জমি বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার ৩ কন্যা
Elderly father attacked with sharp weapon over land dispute, 3 daughters arrested

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: জমি সংক্রান্ত বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল তিন কন্যা সন্তানের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার চাপড়ার সিকরা গ্রামের ঘটনা। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মঞ্জুর শেখ নামক এক ব্যক্তির তিন কন্যা সন্তানের বিয়ে দিয়েছে। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরেও সম্পত্তি নিয়ে মাঝে মাঝেই তারা বাবার সাঙ্গে ঝামেলা করে। মায়ের নামে সম্পত্তি লিখে না দেওয়াই এই অশান্তির মূল সূত্রপাত।
অভিযোগ, মঞ্জুর শেখের তিন মেয়ে হঠাৎ বাবার উপরও চড়াও হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে। প্রতিবেশীরা ছুটে আসলে স্ত্রী সহ তিন কন্যা সন্তান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিনজনকে আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তীতে তাদের গ্রেফতারও করা হয়।
অন্যদিকে মঞ্জুর শেখের অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে, বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬৫ বছরের বৃদ্ধ মঞ্জুর শেখ। দোষীদের শাস্তির দাবিতে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের আত্মীয়-স্বজন।