ভ্রমণ

বর্ষশেষে ঘুরতে যাবেন? অ্যাডভেঞ্চারের শ্রেষ্ঠ জায়গা চুইখিম

Going to travel at the end of the year? Chuikhim is the best place for adventure

Truth Of Bengal : আর কয়েকদিন পরেই বর্ষবরণ উৎসব তার আগে যে কয়েকদিন পাচ্ছেন সেই কয়েকদিন চেটে পুটে উপভোগ করে নিন ২০২৪ সাল। কিভাবে করবেন? চলুন কোথাও ঘুরে আসা যাক। আর ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা উত্তরবঙ্গ ছাড়া আর কোথাও হতে পারে নাকি!

বাগরাকোট থেকে লাভা লোলেগাঁও এর রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। সামনেই পড়বে সবুজে ঢাকা এক ছোট্ট গ্রাম যার নাম চুইখিম। চারপাশে গভীর অরণ্য আর সেই অরণ্যের মাঝখানে একফালি ছোট্ট গ্রাম। যেখানে গেলে নিমেষের মধ্যে ভুলে যাওয়া যায় জীবনের সব দুঃখ কষ্ট। এই চুইখিম অবস্থিত কালিম্পং জেলায়। কিভাবে যাবেন এই চুইখিম? শিলিগুড়ি থেকে ওলদাবাড়ি যাওয়ার পথে বা দিকের একটি গলি পড়বে সেই গলি দিয়ে আড়াই কিলোমিটার গিয়ে পড়বে বাগরাকোট হায়ার সেকেন্ডারি স্কুল আর সেখান থেকে ডান দিকে বেঁকে গিয়েই পড়বে ঘন জঙ্গলের বুক চিরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম চুইখিম।

একদিকে কালিম্পং অন্যদিকে হিমালয়ান রেঞ্জ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে চুইখিম হতে পারে সেরা ডেসটিনেশন গুলির মধ্যে একটি। এখানে আসলে সূর্যাস্ত দেখা সূর্যোদয় দেখা ট্রেকিং প্রকৃতির শীতল হাওয়া গায়ে মেখে হেঁটে যাওয়া দূরের সবুজে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করা এইসব কিছুই পাওয়া যায় চুইখিম গেলে। পাবেন ছোট বড় অনেক জলপ্রপাতের দেখা। যার বয়ে যাওয়ার শব্দ শুনে আপনি মুগ্ধ হতে বাধ্য। তাই দেরি না করে বছরের শেষে কিংবা বছরের শুরুতেই ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম চুইখিম থেকে।

Related Articles