
Truth Of Bengal: দিল্লি জুড়ে চলছে এক নাগাড়ে বৃষ্টি। ২৭ বছরে রেকর্ড গড়ল দিল্লির তাপমাত্রা। হু হু করে নামতে শুরু করেছে রাজধানীর তাপমাত্রা। ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রার পারদ। তবে বায়ুদূষণের প্রকোপ কমেছে অনেকটাই দিল্লিতে। ১৭৯-র ঘরে দিল্লির একিউআই।
সপ্তাহান্তে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। চলতি বছরের ডিসেম্বরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালেও দিল্লির আকাশ ছিল মেঘলা। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাতে প্রবল বৃষ্টির পাশাপাশি বইতে পারে প্রবল বেগে বাতাস। যার কারণে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামার সম্ভাবনা। শনিবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে। তার কারণেই দূষণের সূচক ১৭৯-তে। যদিও সেটা সন্তোষজক নয় বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এয়ার কোয়ালিটি ইনডেস্ক ০-৫০ এর মধ্যে থাকলে তা ভালো পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ থাকলে তা হয় সন্তোষজনক। ১০১-২০০ থাকলে হয় সহনীয়। ২০০-র গণ্ডি পেরলেই তাকে আশঙ্কাজনক বলে ধরা হয়।
অক্টোবরের শুরু থেকেই উদ্বেগজনকভাবে বেড়েছে দিল্লির দূষণের মাত্রা। সুপ্রিম নির্দেশে দিল্লিতে দূষণ নিয়ন্ত্রনে রাখার জন্য জারি হয় একাধিক পদক্ষেপ। গাড়ি চলাচলের উপর একাধিক বিধিনিষেধও লাগু করা হয়। সাময়িকভাবে দিল্লির সমস্ত স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ডিসেম্বর মাসে তাপমাত্রা কমে যাওয়ার পর একাধিক বিধিনিষেধ শিথিল হয়েছে বলেই খবর রয়েছে।