অবশেষে কাটল জট, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণে সম্মতি জানাল কেন্দ্র
Finally, the center agreed to build a memorial to Manmohan Singh

Truth Of Bengal: বিশ্বায়নের অর্থনীতির প্রবর্তক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জট অবশেষে কাটল। শুক্রবার মধ্যরাতেই কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিয়েছে, যদিও এটির জন্য কিছুটা সময় লাগবে। কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলার পর মোদি সরকার জানিয়ে দেয়, মনমোহনের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা দেওয়া হবে। তবে স্মৃতিসৌধ নির্মাণের আগে, প্রথমে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে, তারপর পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মনমোহনের শেষকৃত্যের স্থানেই স্মৃতিসৌধের জন্য জমি দাবি করেন। একই আবেদন জানায় মনমোহনের পরিবারের পক্ষ থেকেও। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজেপির পুরনো বন্ধু দল শিরোমনি আকালি দলের নেতা সুখবীর সিং বাদল সমাজমাধ্যমে পোস্ট করে জানান, মনমোহনের পরিবারের জমির আবেদন কেন্দ্রের প্রত্যাখ্যান করা অত্যন্ত নিন্দনীয়।
এরপর, কংগ্রেসের নেতারা সমাজমাধ্যমে মন্তব্য করতে শুরু করেন যে, মনমোহন সিং ছিলেন প্রথম শিখ প্রধানমন্ত্রী, তাঁর শেষকৃত্যের স্থানেই স্মৃতিসৌধ নির্মাণের অনুমতি না দিলে শিখ সমাজ অপমানিত হবে।
রাত ৯টার পর, স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এ নিয়ে কিছু প্রশ্ন উঠলেও, পরে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, একটি বৈঠকের পর ক্যাবিনেট স্থির করেছে যে, মনমোহন সিংয়ের স্মৃতিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিষয়টি খাড়গেকে জানান।