দেশ

ফিরে দেখা ২০২৪: প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা

Looking back to 2024: Natural disasters and accidents

Truth Of Bengal: ১) ৩০ জুলাই ভয়াবহ ভূমিধসে তছনছ হয়ে যায় কেরালার সবুজে সাজানো ওয়েনাড়ের বিস্তীর্ণ এলাকা। ৩০০’র বেশি মানুষ প্রাণ হারান। গৃহহীন ও জখম হন অসংখ্য মানুষ।

 

২) ২০ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্পে সিএনজিবোঝাই ট্যাঙ্কারকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাক। জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্পে বিশাল আগুনের গ্রাসে চলে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

৩) উত্তর প্রদেশের হাথরসের ফুলারি গ্রামে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজপালের সৎসঙ্গে পদপিষ্ট ও দমবন্ধ হয়ে ১২১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়।

৪) গুজরাতের রাজকোটে টিআরপি গেমিং জোনে বিধ্বংসী আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু।

 

৫) ১৭ জুন পশ্চিমবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। মৃত্যু হয় ১১ জনের। জখম হন ৬০ জন।

৬) ১৫ নভেম্বর উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লেগে ১৭টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়।

৭) ২৩ নভেম্বর গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বরেলির নির্মীয়মান উড়ালপুল থেকে নীচে রামগঙ্গা নদীতে পড়ে মৃত্যু হয় ৩ জনের।

৮) ১৩ মে মুম্বইয়ের ঘাটকোপরে বেআইনি হোর্ডিং ভেঙে মৃত্যু হয় ১৭ জনের।

Related Articles