রাজ্যের খবর

ছেলের জন্মদিনে অভিনব উপায়ে মানুষের আশীর্বাদ সংগ্রহ করলেন বাবা

Father collects blessings from people in a unique way on son's birthday

Truth of Bengal: প্রতিদিন সকাল থেকে দোকানের চারপাশে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। কেউ বলেন, ‘আমাকে ৭টা পুরি দাও’, কেউ বলেন, ‘আমাকে ১০ টা পুরি পার্সেল করে দাও’। ‘দিচ্ছি’ ‘দিচ্ছি’ বলতে বলতে ক্রেতাদের সামনে দুই হাত আর মুখ চলে ৩৫ বছর বয়সি নিতাই সাহার। ডালপুরি বিক্রি করেই চলে তার সাত জন সদস্যের সংসার।

তবে বৃহস্পতি বারের সকালটা একটু অন্যভাবে শুরু করেছিল নিতাই। আজ তার দুই বছরের ছেলে শিবমের জন্মদিন। ডালপুরি বিক্রেতা নিতাই বাবুর স্বপ্ন, তার শিবম বড়ো হয়ে চিকিৎসক হবেন। ওই জন্য আজ ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনা পয়সায় ডালপুরি বিক্রি করে মানুষের আশীর্বাদ কুড়োলেন তিনি।

ছেলের জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু ছিল, দুই রকমের ডাল দিয়ে তৈরি তরকারি, সঙ্গে লুচি এবং পায়েস। মালদা শহরের উইমেন্স কলেজ রোড এলাকায় তার ডালপুরির দোকান। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে উইমেন্স কলেজ এবং মালদা গার্লসের পড়ুয়ারা যাতায়াত করে। ফলে স্বভাবতই পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায় তার দোকানে। ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিনে বহু পড়ুয়া আজ তার দোকানে ভিড় জমিয়েছিল। বিনা পয়সায় তারা খেয়েছেন বটে কিন্তু উপহার হিসাবেও অনেকে চকলেট তুলে দিয়েছেন এই ডালপুরি বিক্রেতার হাতে।

Related Articles