ফের শিরোনামে নন্দীগ্রাম, খুন তৃণমূল কর্মী
Nandigram in the headlines again, Trinamool worker murdered

Truth Of Bengal: ফের শিরোনামে উঠে এল নন্দিগ্রামের নাম, খুন হল এক তৃণমূল কর্মী। প্রথমে তৃণমূল কর্মীর কাঠের দোকানে চড়াও হয় দুষ্কৃতিরা। তারপর দোকানেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়, এমনই অভিযোগ উঠেছে নন্দীগ্রামে। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়েছে তৃণমূল। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে নন্দীগ্রামে।
মৃতের নাম মহাদেব বিষয়। ঘটনাটি জামবাড়ির গোকুলনগর অঞ্চলের ঘটনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ অভিযোগ উঠছে যে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচক ২৫৩ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব শ্রীসাই ডাকনাম বিল্লা। তার একটি ছোট্ট কাঠের স্টল দোকান রয়েছে, অভিযোগ গতকাল রাতে দুষ্কৃতীরা তার দোকানেই তাকে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনা স্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।
দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।