ভ্রমণ

শীতের আমেজে নির্জন নিস্তব্ধতায় মেঘে ঢাকা অফবিট ডেসটিনেশন পুদুং

The offbeat destination Pudung, shrouded in clouds in the quiet, deserted atmosphere of winter

Truth Of Bengal: শীত কাল মানেই বাঙালিদের পায়ের তলায় সর্ষে। এই শীতের আমেজ চেটে পুটে উপভোগ করতে ভ্রমণ পিপাসু বাঙালিরা পৌঁছে যান পাহাড়ে। তবে অল্প সময়ে আর অল্প খরচে উত্তরবঙ্গের কোথায় যাবেন ভেবেছেন? পৌঁছে যান কালিম্পঙের একেবারে নির্জন নিস্তব্ধতায় ভরা পাহাড়ি অফবিট ডেসটিনেশন পুদুং এ। যেখানে গেলে প্রকৃতির অফুরন্ত শোভা উপভোগ করতে পারবেন আপনি।

শীতে রীতিমত যবুথুবু অবস্থা দেশে। কাশ্মীর ও হিমাচলের বেশির ভাগ জায়গায় শৈত্য প্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে, একের পর এক নদী জলাশয় বরফে পুরো ঢেকে গেছে। তাই এই অবস্থায় কাশ্মীর বা হিমাচলের যে কোন স্পটে ভ্রমণে যেতে চাইলে এখনই বাতিল করুন টিকিট, বরং অল্প খরচে শীতের আমেজ নিতে ঘুরে আসুন কালিম্পঙের এক ছোট্ট অফবিট ডেস্টিনেশন থেকে। শিলিগুড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে আছে কালিম্পং আর কালিম্পং থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে রয়েছে পুদুং গ্রাম।

সেই গ্রামের কোন এক হোমস্টে থেকে দূরের সবুজে মোড়া পাহাড় দেখা। রোদ এসে যখন পড়ে পাহাড় চূড়ায় পুরো জায়গাটা তখন সবুজ থেকে হয়ে ওঠে সোনালী রঙের। এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা চাষাবাদ করা। ধানের মরসুম শেষ হওয়ার পরেই এখানকার বাসিন্দারা ভুট্টা চাষ নানা ধরনের সবজি শাকের চাষ করতে থাকেন। আপনারা যদি এই বড়দিনের উৎসবে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে চান তাহলে শিলিগুড়ি থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যান পুদুং এ। যেখানে প্রকৃতি ধরা দেয় এক অন্য রূপে।

যে রূপ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। পায়ে হেঁটে এই গ্রাম ঘুরে না দেখলে বড়ই মিস করবেন। এই গ্রামের মধ্যে ছোট বড় নানা আকারের পাহাড়ি ঝোড়া দেখতে পাওয়া যায়। যে ঝোড়ার বয়ে যাওয়া শব্দের আওয়াজ শুনতে শুনতে সময় কেটে যায় আপনা আপনি। গ্রামের প্রতিটি ঝোড়ার পথ শেষ হয়েছে নিচের রেলিখোলায়। একপাশে সবুজে মোড়া পাহাড় আর অন্যপাশে গভীর খাদ আর তার ঠিক মাঝখানে বুক চিরে চলে গিয়েছে পাকা রাস্তা। সেই রাস্তা ধরে হুডির পকেটে হাত ভরে কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে হাঁটা, উফ সে এক স্বর্গ।

এই গ্রামের প্রতিটি বাকে লুকিয়ে রয়েছে প্রকৃতির অফুরন্ত শোভা। যে শোভা দেখে চোখ মন দুই জুড়িয়ে যায়। এই গ্রাম লাগোয়া আরও একটি গ্রাম আছে যার নাম ইচ্ছেবস্তি। পাহাড়ের এক একটি ধাপ কেটে নিচের দিকে নামলে বা উপরের দিকে উঠলে গ্রামের নামগুলিও পরিবর্তন হতে থাকে। এই গ্রাম তিনটি ভাগে বিভক্ত, আপার, মিডিল এবং লোয়ার। এই জায়গা থেকে আপনি লোলেগাঁও, কাফের গাঁও এইসমস্ত গ্রামও ঘুরে দেখার সুযোগ পাবেন। তাই দেরি কিসের চলতি সপ্তাহে এই বছরের শেষ ছোটখাটো ট্যুর হিসাবে ঘুরে আসুন এই পুদুং থেকে।

Related Articles