প্রযুক্তি

জল পড়লেই বদলে যাবে রঙ! Realme-র নতুন মডেলে দারুণ চমক

The water will change the color! A great surprise in Realme's new model

Truth Of Bengal: মৌ বসু : Realme ভারতের বাজারে খুব শিগগিরই আনতে চলেছে অভিনব প্রযুক্তি সম্পন্ন বিশ্বের প্রথম রঙ পরিবর্তনকারী স্মার্টফোন Realme 14 Pro। সম্প্রতি, এক্স হ্যান্ডেলে রিয়েলমির তরফে এটির নকশা প্রকাশ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এই রঙ বদলানোর প্রযুক্তিটি থাকবে। Realme 14 Pro সিরিজের অধীনে দুটি ফোন বাজারে আনা হবে, সেগুলি হল14 Pro এবং 14 Pro+। টিজার প্রকাশ হওয়ার পরই টেক দুনিয়ায় নজর কেড়েছে রিয়েলমির এই অনন্য প্রযুক্তিটি।

এক্স প্ল্যাটফর্মে রিয়েলমি জানিয়েছে, যখনই ফোনের ব্যাক প্যানেলটি জলের সংস্পর্শে আসবে তখন তার রঙ বদলে যাবে। রিয়েলমির দাবি, এটি বিশ্বের প্রথম রঙ পরিবর্তনকারী স্মার্টফোন। ফোনে IP66, IP68 এবং IP69 আইপি রেটিং থাকবে। এছাড়াও তিনটি ক্যামেরা সেন্সর এবং তিনটি এলইডি ফ্ল্যাশলাইট পাওয়া যাবে। এটির নাম দেওয়া হয়েছে ম্যাজিকগগ্লো। তাপমাত্রা 16 ডিগ্রির নীচে নামলেই ফোনের রঙ পরিবর্তন হবে। এই প্রযুক্তির জন্য রিয়েলমিকে সহযোগিতা করেছে নর্ডিক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন স্টুডিও Valeur ডিজাইনার।

অন্যদিকে, ভারতীয় ক্রেতাদের কথা ভেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬,০০০এমএএইচ ব্যাটারি ও আইপি৬৯ রেটিং বিশিষ্ট সনিকওয়েভ ওয়াটার ইজেকশন ও রেনওয়াটার স্মার্ট টাচ 14x 5G স্মার্টফোন আনল রিয়েলমি। ভারতের বাজারে দাম শুরু ১৪,৯৯৯ টাকা। ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো আর জুয়েল রেড রঙে পাওয়া যাবে স্মার্টফোন। ৫০ মেগাপিক্সেল ওভি৫০ডি প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ৮এমপি ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। ৬.৬৭ ইঞ্চি এিচডি ও আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। সুরক্ষার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে।

Related Articles