চিকেনস নেকে ড্রোনের নজরদারি! সন্ত্রাসবাদীদের রুখতে কড়া পদক্ষেপ ভারতীয় সেনার
Drone surveillance of chickens! Indian Army takes strict action to stop terrorists

Truth Of Bengal: দেশ সুরক্ষার তাগিদে আরও কড়া পদক্ষেপ ভারতীয় সেনার। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল চিকেনস নেক এর নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এবার সরব ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যকলাপকে নজরদারি রাখতে এবং তা রুখতে এই অঞ্চলে UAV ড্রোন মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনার এই পদক্ষেপে দেশের নিরাপত্তা আরও কয়েক গুন্বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের এই চিকেনস নেক এর নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনারা আগে থেকেই বেশ সরব ছিলেন, এই চিকেনস নেক ভৌগোলিক ভাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এইটি ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। এই করিডোরটি ২২ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এই করিডোরের মাধ্যমে ভারতীয় সেনারা ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করেন, সন্ত্রাসবাদীদের বরাবর লক্ষ্য এই চিকেন্স নেক করিডোর, পাকিস্তান এবং বাংলাদেশী সন্ত্রাসবাদীরা এই করিডোর ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
সম্প্রতি বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসবাদীদের ড্রোন নজরে আসায় ভারতীয় সেনারা তৎপর হয়ে ওঠে। মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেঁজপুর ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত একটি তুরস্কের TB- 2 ড্রোনের সিগন্যাল পেয়ে ভারতীয় সেনারা তার জবাবে সীমান্তবর্তী এলাকার নজরদারি আরও বাড়িয়ে তুলতে সরব হন।
সন্ত্রাসবাদীদের রুখতে ভারতীয় সেনা উত্তরবঙ্গের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি থেকে অত্যাধুনিক UAV ড্রোন মোতায়েন করেছে। ড্রোনগুলি দিনরাত সীমানাতে টহল দিচ্ছে। এমনকি কোনও হামলা হলেও এই ড্রোনগুলি সীমানাকে রক্ষা করবে। UAV ড্রোনগুলি দীর্ঘক্ষণ ধরে আকাশে উড়তে ও নজরদারি রাখতে সক্ষম, শুধু তাই নয় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতেও সক্ষম এই ড্রোন গুলি।
জঙ্গি কার্যকলাপ রুখতে শুধু ড্রোন মোতায়েন নয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় সেনারা বিভিন্ন নিরাপত্তামূলক কাজকর্ম চালাবেন এমনটাই জানা গিয়েছে সেনা সূত্রে।