বিনোদন

দুদিনে ২ কোটি আয় ‘খাদান’র, আপ্লুত দেব

2 crores income in two days of 'Khadan', Aplut Dev

Truth Of Bengal: বক্স অফিসে বাজিমাত ‘খাদান’ এর। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মাল্টিস্টারার ছবি ‘খাদান’। আর মুক্তির মাত্র ২ দিনেই ২ কোটি ছাড়িয়ে গেল ছবির আয়। প্রত্যেকদিনই বাড়ছে ছবির ব্যবসা। দেদার বিকোচ্ছে টিকিট। ‘খাদান’ ছবি দিয়েই প্রায় ১০ বছর পর পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে ফিরলেন দেব। চেনা গদে দেবকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দর্শকরা।

মুক্তির দিনই বক্স অফিসে ১ কোটির ব্যবসা করেছিল দেব-যিশু অভিনীত খাদান। সামনেই বড়দিন আর উৎসবের মরশুমে ছবির ব্যবসা যে আরও ফুলে ফেঁপে উঠবে তা বলাই যায়।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

‘খাদান’ ছবি দেখে দর্শকরা উন্মাদনায় ভাসছে। স্বাভাবিকভাবেই দর্শকদের ছবি নিয়ে এত সারা পেয়ে আপ্লুত দেব। সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের তথা দর্শকদের ধন্য়বাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমার কাছে কোনও শব্দ নেই ভালোবাসা আর কৃতজ্ঞতা জাহির করার।

চাঁদের পাহাড় এবং আমাজন অভিযানের পর খাদান যে প্রতিক্রিয়া পাচ্ছে, প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি আয়, দ্বিতীয়র চেয়ে তৃতীয় দিনে বেশি আয় হওয়ার পথে। প্রতিদিন রেকর্ড গড়ছে। আমি নিজের আবেগকে ঠিক কী ভাষায় বলে বোঝাব জানি না, তবে আমি খুশি যে আমার দর্শক খুশি’। এখন দেখার সময়ের সঙ্গে সঙ্গে বক্স অফিসে কত কোটির ব্যবসা করে দেব-যিশু অভিনীত এই ছবি।

Related Articles