আন্তর্জাতিকদেশ

ঐতিহাসিক কুয়েত সফরে মোদী, শনিবার থেকেই ঠাসা কর্মসূচি

pm narendra modi on a two day visit to quwait

Truth Of Bengal: কুয়েত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। কুয়েতের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অন্য মাত্রা পাবে বলে আশাবাদী নয়াদিল্লি।

শনিবার সকালে কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছেন মোদী। শনিবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।  যোগ দেবেন প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে। পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর। কুয়েতের উদ্দেশে রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ ও আগামীকাল আমি কুয়েতে থাকব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে। আমি কুয়েতের আমির, যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব এবং আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব।’

উল্লেখ্য, এর আগে ১৯৮১ সালে শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কুয়েতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ৪৩ বছর পর যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে বিদেশমন্ত্রকের সেক্রেটারি অরুণকুমার চ্যাটার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের মাধ্যমে দুদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিরক্ষা, শিল্প, কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন। ফলে ভবিষ্যতে ভারত-কুয়েতের সম্পর্ক আরও দৃঢ় হবে।

Related Articles