
Truth Of Bengal: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠছে রাজনেতিক মহলে। শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। চলছে জোর চর্চা। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধোনা করলেন সদ্য রাজনীতির ময়দানে পা রাখা তামিল সুপারস্টার থলপতি বিজয়।
দক্ষিণী এই সুপারস্টার শাহের এই মন্তব্যের পর তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে অভিনেতা লেখেন, ‘কারও কারও বি আর আম্বেদকরের নামে অ্যালার্জি আছে। আম্বেদকর অতুলনীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তিনি সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলেন। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…আসুন আমরা আমাদের হৃদয়ে আনন্দের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করি।’ শাহের মন্তব্য যে নিন্দনীয় তা স্পষ্ট করে দেন থলপতি বিজয়।
উল্লেখ্য, ইতিমধ্যেই ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’নামে নিজের রাজনৈতিক দল শুরু করার কথা ঘোষণা করেছেন এই তামিল সুপারস্টার। এমনকি রাজনীতিতে প্রবেশ করার কারণেই সিনেদুনিয়াকে আলবিদা জানাবেন বলেও জানান বিজয়। জানা গিয়েছে, তার পাখির চোখ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোট।
ইতিমধ্যেই প্রাথমিক স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন থলপতি। কিছুদিন আগেও কেন্দ্রের সরকার কড়া ভাষায় আক্রমণ সানিয়েছিলেন বিজয়। আবারও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি। এখন দেখার কবে পাকাপাকি ভাবে রাজনীতির ময়দানে পা রাখেন তামিল সুপারস্টার থলপতি বিজয়।