রাজ্যের খবর

ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ, ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র বেথুয়াডহরি কলেজ

Protest against verbal abuse of female student, Bethuadhari College becomes battlefield in student clash

Truth Of Bengal: বেথুয়াডহরি কলেজে ছাত্র সংঘর্ষ। ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার বেথুয়াডহরি কলেজ। এক ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় ঘটনার সূত্রপাত। ভাঙচুর করা হয় ফিজিক্যাল এডুকেশনের ঘর। টিএমসিপি-এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার বেথুয়াডহরি কলেজ। সংঘর্ষে রাজনৈতিক যোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ছাত্রীকে কটূক্তি করায় মারধর। মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। আটক ১। ছাত্র সংঘর্ষে রাজনৈতিক যোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।