কলকাতা

মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজ নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক

Preparation meeting for Gangasagar Mela to be held in Nabanna today under the chairmanship of the Chief Minister

Truth Of Bengal: জয় চক্রবর্তী, কলকাতা: কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর। একাধিকবার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, গঙ্গাসাগরে যাওয়ার জন্য বেশ খানিকটা কষ্ট করতে হয় ভক্তদের। জল পেরিয়ে তবেই মুনিশ্রেষ্ঠ কপিল মুনির আশ্রমে পৌঁছানো যায়। সেই গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি বৈঠক আজ মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বেশ কিছু দফতরের মন্ত্রী এবং সচিবরা হাজির থাকছেন। আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় গঙ্গাসাগরের স্নান পর্ব।

গোটা দেশের ভক্তসমাগম হয় দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। কপিল মুনির আশ্রমে মানুষের ঢল নামে। প্রতিবছরের মত এ বছরেও রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রস্তুতি হিসেবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার হাল হকিকত জানতেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা ময়দানে বিভিন্ন সাধুসন্তরা চলে আসেন অনেক আগে থেকেই। সেখানেও রাজ্য সরকারের ক্যাম্প তৈরি হয়।

কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা থাকে। লট এইট থেকে কপিল মুনি আশ্রমে যেতে গেলে পেরোতে হয় গঙ্গা। সেই কারণে পর্যাপ্ত ভেসেলের ব্যবস্থাও করছে রাজ্য সরকার। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্যে ক্ষমতা বদলের পর গঙ্গাসাগর মেলার জন্য নির্ধারিত সরকারি কর তুলে দেওয়া হয়। বাম আমলে এই কর থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পরে সেই কর ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেন। পাশাপাশি আধুনিক ব্যবস্থা মজুদ রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার অন্যথা হচ্ছে না। নির্দিষ্ট কিছু জায়গায় ড্রেজিং করা থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।

জল পেরিয়ে কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য সরকারি বাসের ব্যবস্থাও থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে সমস্ত বিষয়গুলো জানতে চাইবেন। কোন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে খুব দ্রুত নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি ওয়াটার ট্যাক্সি রাখার ব্যবস্থা হয়েছে। এছাড়া লট এইট থেকে কপিল মুনি আশ্রম পর্যন্ত কোন মন্ত্রীর কি কি দায়িত্ব থাকবে তাও বন্টন করবেন মুখ্যমন্ত্রী। কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা নজরদারির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইবেন বৈঠকে মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে প্রতিবছরের মত এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে নবান্ন সূত্রে খবর। তার আগে আজকের প্রস্তুতি বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুড়িগঙ্গার ওপর সেতু তৈরির জন্য একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ফিরেও তাকায়নি। বৈঠকে মুড়ি গঙ্গার ব্রিজ নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু নিয়েই আজ নবান্নে গঙ্গাসাগর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌

বৈঠকের বিষয়

  • পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
  • ভেসেল সহ প্রচুর বাসের ব্যবস্থা
  • অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স এবং ওয়াটার ট্যাক্সি
  • কন্ট্রোলরুমের মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি
  • বাংলা সহ একাধিক ভাষায় ঘোষণা
  • মুড়িগঙ্গার ওপর সেতু

Related Articles