রাজ্যের খবর

বিপুল ছাড়! এবার ব্লক হাসপাতালেও সস্তায় ওষুধের দোকান

fair price shops at block hospitals from now on

Truth Of Bengal: রাজ্যে ক্ষমতায় আসার পরেই হাসপাতালে হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান  চালু করার পরিকল্পনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী এনেছেন সম্পূর্ণ স্বাস্থ্যসাথী সহ একের পর এক প্রকল্প। আবারও স্বাস্থ্যে বড় মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের জন্য সুখবর। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে বাংলার ৩৪৭টি ব্লক এবং গ্রামীণ হাসপাতালও পেতে চলেছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান। দোকানগুলির সংখ্যা বেড়ে হবে ৪৬০টিরও বেশি। কমপক্ষে ১৪০টি ওষুধ সুলভ মূল্যে ব্লক হাসপাতালগুলিতে দিতেই হবে।

প্রতি মাসে কম করে এক-দু হাজার টাকার ওষুধ লাগে না, এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। প্রেসার, হার্ট, নার্ভ, চোখের বিভিন্ন ওষুধ থেকে ইঞ্জেকশেন লাগে প্রচুর মানুষের। এই মানুষগুলোর জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বড় স্বস্তি। কারণ, রি-টেন্ডার হওয়া পুরানো ন্যায্য মূল্যের দোকানগুলিতে অন্তত ৫০ শতাংশ ছাড়ে ওষুধ পাবেন রোগীরা। সর্বোচ্চ ‘ডিসকাউন্ট’ প্রায় ৮৬ শতাংশ।

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এ প্রসঙ্গে বলেন, ‘রাজ্যের সব ব্লক হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান হবে। শীঘ্রই এ নিয়ে টেন্ডার হবে।’

Related Articles