কলকাতা

ডিম, টম্যাটো নিয়ে নিজাম প্যালেসে চড়াও কংগ্রেস কর্মীরা! ধুন্ধুমার পরিস্থিতি

Congress workers storm Nizam's Palace with eggs, tomatoes, chaos ensues

Truth Of Bengal: আর জি করকাণ্ডের ৯০ দিন অতিক্রান্ত। এতদিনেও চার্জশিট পেশ করতে পারল না সিবিআই। গতকালই আর জি কর হাসপাতালে মহিলা পড়ুয়া ডাক্তারের খুন ও ধর্ষণের মামলায় জামিন পেয়েছিলেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এর প্রতিবাদে এবার নিজাম প্যালেস অভিযান করল কংগ্রেস।

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান করে কংগ্রেস। এই অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। ডিম, টম্যাটো নিয়ে কংগ্রেস কর্মী -সমর্থকেরা হাজির হন সিবিআই দফতরে। তবে, নিজাম প্যালেসের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় প্রবেশ পথ। তারপরেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, তদন্তের স্লথ গতি নিয়ে সিবিআই-এর বিরুদ্ধে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল বিভিন্ন মহল। চিকিৎসক মহলও আশা করছিলেন তাড়াতাড়ি এই স্পর্শকাতর মামলার কিনারা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, তা তো হলই না। এবার এই মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। আর এরপর আরও ভেঙে পড়েছেন তিলোত্তমার মা-বাবা। তাঁরা বলছেন, এরপর আর সিবিআই-এর ওপর আস্থা রাখা তাঁদের পক্ষে সম্ভব নয়। এই আবহে এবার পথে নামল কংগ্রেস।

Related Articles