রাজ্যের খবর

জলপাইগুড়ির লোকালয়ে হাতির দল, আতঙ্কে এলাকাবাসী

Elephant gang in Jalpaiguri locality, local residents in panic

Truth Of Bengal: শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং ১ ও গাদং ২ গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫-২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে।

জানা গেছে, আলিপুরদুয়ার জেলার মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে। পরবর্তীতে, হাতির দলটি ধূলাগাঁও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে।

এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশকিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে। এছাড়াও বারহালিয়া এলাকায় এভাবে একসাথে ১৫-২০ হাতির দল আসায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন আগে দুইবার একটি করে হাতি এসেছিল। তবে এভাবে দল বেঁধে আসেনি। সকালবেলা হাতির দলটি যখন ফিরে যায় তখন সামনাসামনি কেউ পড়লে প্রাণহানি ঘটতে পারতো বলেও অনেকের দাবি।

Related Articles