রাজ্যের খবর
‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে এসেছে এমন অভিযোগে দ্রুত সমাধান করতে হবে: মুখ্য সচিব
Complaints that have been 'directly brought to the Chief Minister' must be resolved quickly: Chief Secretary

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করেন। অভিযোগ আসার পর তা গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সমাধান করতে হবে। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। পঞ্চায়েত কেন্দ্রিক অভিযোগ এসেছে বেশ কিছু। যার মধ্যে রয়েছে গ্রামীন রাস্তার অবস্থা নিয়ে। বেশ কিছু জায়গায় গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গিয়েছে না। সঙ্গে রয়েছে ওভারলোডিং এর সমস্যা। দ্রুত সমাধান করতে হবে, নির্দেশ মুখ্য সচিবের। মঙ্গলবার তিন ঘন্টার ওপর বৈঠক হয় জেলাশাসকদের সঙ্গে। ভার্চুয়াল বৈঠকে নবান্ন থেকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।