রাজ্যের খবর

কড়া বার্তা স্বাস্থ্যদপ্তরের! নয়া নিয়ম জারি রাজ্যের সকল সরকারি হাসপাতালে

Strong message of the Department of Health! New rules issued in all government hospitals of the state

Truth Of Bengal: নিষেধাজ্ঞা জারি করলো স্বাস্থ্যদপ্তর।এই বিশেষ নিয়ম চালু করা হল শনিবার রাজ্যের সকল সরকারি হাসপাতালগুলির পিজিটিদের (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) ওপর। এছাড়াও শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কড়া বার্তা পাঠানো হয়েছে।

এই নির্দেশিকায় বলা রয়েছে,কোনও অবস্থাতেই পিজিটি চিকিৎসকদের এককভাবে অস্ত্রোপচার করতে দেওয়া যাবে না। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছাড়া কোনও অস্ত্রোপচার পরিচালনা করা যাবে না।

একইসঙ্গে, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। যাতে নির্দিষ্টভাবে বোঝা যায় কারা অপারেশন থিয়েটারে প্রবেশ করছেন।

Related Articles