আন্তর্জাতিক

অগ্নিগর্ভ পরিস্থিতি, ভারতীয়দের সিরিয়া ছাড়তে পরামর্শ বিদেশমন্ত্রকের

India urges citizens in Syria to 'leave at the earliest' as rebels advance

Truth Of Bengal: দিন যত গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে সিরিয়ার পরিস্থিতি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগামীদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে নিশ্চিহ্ন হওয়ার মুখে বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো। এই পরিস্থিতিতে সিরিয়ায় রয়েছেন বহু ভারতীয়। শুক্রবার এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের উপর আমরা নজর রাখছি। সেখানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই সেখানে রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের সিরিয়া না যাওয়ার পরামর্শও দিয়েছে বিদেশমন্ত্রক। যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা দ্রুত সিরিয়া ছাড়ুন বলেও পরামর্শ বিদেশমন্ত্রকের।

শনিবারও সিরিয়ার দিকেদিকে যুদ্ধ অব্যাহত। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে পিছু হঠতে বাধ্য হচ্ছে সরকারি বাহিনী। গত সপ্তাহেই জানা গিয়েছিল, হঠাৎ হামলা চালিয়ে আলেপ্পোর একটি বড় অংশ দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এবার তারা এগোচ্ছে প্রধান শহর হোমস-এর দিকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিয়ার এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল-শাম। আলেপ্পো শহরের অর্ধেকই এখন নাকি তাদের নিয়ন্ত্রণে। এই আবহে সিরিয়ায় ভারতীয় নাগরিকদের নিয়ে চিন্তায় নয়াদিল্লি।

Related Articles