প্রযুক্তি

কিউআর কোড স্ক্যান করেই চ্যানেলে যোগ, নয়া ফিচার হোয়াটসঅ্যাপের

WhatsApp's new feature: Join channels by scanning QR code

Truth Of Bengal: এবার থেকে খুব শিগগিরই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যানেলে যোগ দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপের জন্য নয়া ফিচার আনছে মেটা কর্তৃপক্ষ। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও আইওএস সিস্টেমে মিলবে এই ফিচারের সুবিধা।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাতে সহজে চ্যানেলে যোগ দিতে পারেন তার জন্যই নয়া ফিচার আনা হচ্ছে। আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে হলে তা নির্দিষ্ট তালিকা থেকে বেছে নিতে হয়। নয়া ফিচারে পছন্দসই হোয়াটসঅ্যাপ চ্যানেলের বারকোডের মতো নিজস্ব কিউআর কোড থাকবে।

ফোনের ক্যামেরার মাধ্যমে সহজে সেই কোড স্ক্যান করেই সরাসরি চ্যানেল খুলে যাবে আর তাতে যোগ দেওয়ার অপশন বেছে নেওয়া যাবে। নিজের চ্যানেলের জন্য কিউআর কোড তৈরি করতে হলে নির্দিষ্ট চ্যানেলে গিয়ে ৩টি ডটযুক্ত বোতাম টিপুন। অপশন আসবে কিউআর কোড জেনারেট করার। তা বেছে নিন। নিজের চ্যানেলে যোগ দেওয়ানোর জন্য কিউআর কোড শেয়ার করুন।

Related Articles