আন্তর্জাতিক

পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ করায় ছুরির আঘাত! চাঞ্চল্য

Knife attack for 'Ha Ha' reaction to post at paschim sonapur in bangladesh

Truth Of Bengal: শুধুমাত্র পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’। তার জেরেই উত্তাল পরিস্থিতি পশ্চিম সোনাপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর এই ঘটনা ঘটেছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, এই ঘটনায় ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬), নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮) ও এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) আহত হয়। আহতদের মধ্যে শরীফ ও রিজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পশ্চিম সোনাপুর গ্রামের কিশোর অমিত হাসানের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেয় ওই এলাকার আরেক কিশোর । এই ঘটনার জেরে শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসান সহ ৬ থেকে ৭ জন কিশোর হা হা রিঅ্যাক্ট দেওয়ার কারণ জানতে চায় ওই কিশোরের কাছে। সেই নিয়ে তাদের মধ্যে একপ্রকার তর্কবিতর্ক বাঁধে। এর মাঝেই ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়া কিশোর পকেট থেকে ছুরি বের করে চারজনকে আঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে পাকড়াও করা হয়েছে।

Related Articles