৪৬-এ পা জিতের! বাড়ির সামনে অনুরাগীদের ঢল
actor jeet turns 46 Fans throng in front of the house

Truth Of Bengal: বাড়ির সামনে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে। টাঙানো রয়েছে ব্যানার। বেলুন দিয়ে সাজানো বাড়ি। লেখা ” হ্যাপি বার্থডে জিৎ”। উড়ছে রংবাহারি কাগজ। হ্যাঁ, টলিউড সুপারস্টার জিতের জন্মদিনে এমনই ছবি ধরা পড়লো সামাজিক মাধ্যম। মাঝরাতেই বাড়ির সামনে বাজি ফাটিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান অনুরাগীরা। শনিবারও অভিনেতার প্রতি ভালোবাসা পক্ষ করতে দেখা যায় অনুরাগীদের।
View this post on Instagram
৪৬ এ পা দিলেন টলিউডের সুপারস্টার জিত। ব্যালকনি থেকে অনুরাগীদের সামনে আসেন জিৎ। সঙ্গে পরিবারের সদস্যরা। নেটিজেনরা বলছেন জিৎ যেন টলিউড বাদশা। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো দেখা গিয়েছে। কোথাও বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন জিৎ। কোথাও আবার দেখা যাচ্ছে, টেবিলে সাজানো রয়েছে সারি সারি কেক, এক এক করে এক কাটছেন তিনি, বাইরে অনুরাগীদের ঢল। প্রত্যেক বছর ৩০ নভেম্বর, দিনটিতে অনুরাগীরা কেক, বেলুন নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানতে আসেন। এবার সেই একই ছবি ধরা পড়লো।
২০০১ সালে তেলুগু ছবিতে প্রথম অভিনয় করেন জিতেন্দ্র মদনানি তথা জিত। এরপর ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী। এই ছবিতেই পরিচিতি পান জিৎ। বাংলা চলচিত্র জগতে ধীরে ধীরে হয়ে ওঠেন সুপারস্টার। ‘বন্ধন’,’সাত পাকে বাঁধা’,’ওয়ান্টেড’,’জোশ’ সহ নানা জনপ্রিয় সিনেমা রয়েছে জিতের। বাণিজ্যিক ছবিতে মন জয়ে করে নিয়েছেন দর্শকদের। তাঁর শেষ ছবি ‘বুমেরাং’। রুক্মিনীর সঙ্গে ছুটি বেঁধেছিলেন অভিনেতা।