রাজ্যের খবর

প্রতিবেশীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

Neighbor accused of raping minor, ambulance driver arrested

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদীয়ার কল্যাণী পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ১৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়াটার এলাকার বাসিন্দা পেশায় অ্যাম্বুলেন্স চালক রঘু সরকারের বিরুদ্ধে এই অভিযোগ। শুক্রবার রাতে নাবালিকার পাশের একটি বাড়িতে নাবালিকাকে ওই ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করেছে বলে পরিবারের অভিযোগ। এরপর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় অভিযুক্ত। পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।

অবশেষে নাবালিকা তার পরিবারের সদস্যদের কাছে মুখ খোলে। শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা। থানায় আসেন প্রতিবেশীরা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সকলেই। অভিযোগ পেয়েই তৎপর হয় কল্যাণী পুলিশ। এরপর শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। অন্যদিকে নির্যাতিতার পরিবারের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। যদিও গোটা ঘটনা স্পষ্ট উদঘাটনের জন্য দ্রুত তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ।

Related Articles