দেশ

বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের পার্কিংয়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু গাড়ি

Massive fire breaks out at Varanasi Cantt Railway Station parking lot, many cars gutted

Truth Of Bengal: শনিবার ভোররাতে উত্তর প্রদেশের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ২০০টির বেশি বাইক সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় আগুনের তীব্র শিখা উঠছে, আর ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। দমকল কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান।

দমকলের ১২টি গাড়ি এবং রেলওয়ে পুলিশ (GRP), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), এবং স্থানীয় পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। GRP-এর কর্মকর্তা কুনওয়ার বাহাদুর সিং বলেন, “কিছু সাইকেলও পুড়ে গেছে। আগুন লাগার কারণ শর্ট সার্কিট। আমরা ঘটনার আরও তদন্ত করছি।”

ক্ষতিগ্রস্ত বেশিরভাগ বাইক রেলওয়ে কর্মীদের বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক কর্মী জানান, “রাত ১২টার সময় আমি বাইক পার্ক করেছিলাম। আগুন লাগার আগে একজন যাত্রী জানায় বাইরে বিশাল আগুন হয়েছে। আমি তাড়াতাড়ি বাইক সরিয়ে ফেলি। এরপরই আগুন পুরো পার্কিং এলাকায় ছড়িয়ে পড়ে।” এই অগ্নিকাণ্ডে বড় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

Related Articles